ভাইয়ের ভালো  চেয়েই রাখী
     বাধে সকল বোন,
ভাই চির দিন বোনের কাছে
     শ্রেষ্ঠ স্নেহ স্বজন।
ভাইয়ের আয়ু চেয়েই বোন
     দেয় ভাইকে ফোটা।
চাই সে ভাইয়ের মঙ্গল হোক
     যম দুয়ারে কাঁটা।
যমুনা দেয় যমকে ফোটা
    বোন দেয় ভাইকে ফোটা।
সব বোনেরই প্রার্থনা তাই
   ভাই  যেন হয় লোহার বাটা,
এত ভাই আছে ঘরে ও বাইরে
    তবু, কেনো বোন যায় হারিয়ে?
কেন নখ-দাঁত আজও ছিড়ে খায়
     মানবতাবাদ এ মাড়িয়ে।
যেদিন ভাইয়েরা প্রতিবাদী হয়ে
        করবে সকলে পণ ।
সেদিন কোন নরপশুদের হাতে
      মরবে না কোনও বোন।
তবে কিবা প্রয়োজন রাখী বন্ধন
          ভাতৃদ্বিতীয়া ঘটা,
এই যদি চলে নিভে যাবে সব
      সভ্য আলোর চ্ছটা।
  রাখী বন্ধন উৎসব নয়  
     হোক শপথের দিন  
ভোরের সূর্য ছড়াক্ আলো
    তমসা হোক বিলীন।
যেদিন বোনেরা, বোন হবে সবার
    ভাইয়েরা সব হবে ভাই,
একা পথে আর হারাবে না বোন
      করবে না হায় হায় ।
সেদিনে এ রাখী সার্থক হবে
          এ  উৎসব শুধু নয়,
ভাই-বোনের সে ভালোবাসা  
     করবে ভোর উদয়।