রবি ঠাকুর রবি ঠাকুর
বলোতো ঠিক করে,
এক জীবনে এত লেখা
লিখলে কেমন করে?
কলম বুঝি সকল সময়
থাকতো তোমার হাতে,
দুপুর -সন্ধে সকল প্রহর
নিঝুম ভোর আর প্রাতে।
পদ্য- ছড়া -গল্প-গীতে
সব খানেতেই তুমি,
বদলে দিলে বাংলা ভাষার
চলন বলন ভূমি।
রবি ঠাকুর রবির মতই
মুছিয়ে দিয়ে কালো,
ছড়িয়ে দিলে বাংলা ভাষার
বৈভবের ই আলো।  
জানি নাকো আছে কিনা
তোমার মতো কবি,
শিশু - কিশোর -যুবার কথায়
যার আঁকা সব ছবি।
কবি কুলের গুরু তুমি
রাজার অধিরাজ,
বিশ্ববাসী তাই তো দিলো
বিশ্ব খেতাব সাজ।
তাই তো তুমি রবীন্দ্রনাথ
সবার হৃদয় মাঝে,
পূব রাঙানো ভোরের আলোয়    
সূর্য ঢলা সাঁঝে।
তোমাই নিয়ে গর্বিত তাই
আমরা বাংলা ভাষী,
আবার যেন জন্ম নিয়ে  
যেন এই বাংলায় আসি।