যা বলার প্রয়োজন ছিলো, অথচ কেউ বলেনি,
সেই কথা তুমি বলবে।
যা করার ছিলো,  অথচ কেউ করেনি,
সেই  কাজ তোমাকেই করতে হবে।
তুমি ঈশ্বর  প্রেরিত,জানবে,- তোমার জন্ম
ভালোত্বের আলো প্রজ্জ্বলিত  করার জন্যই।
আর তবেই, তুমি সার্থক হবে।
তোমার কর্ম, শুধু হাততালি পাওয়ার জন্য নয়।
স্বয়ং ঈশ্বরই তোমাকে অভিনন্দিত করবেন,
তোমার উপলব্ধিতে এক দৈব প্রশান্তি বর্ষিত হবে,
সে এক নির্মল- অবর্ণনীয়,অভিন্ন-অজাগতীক
অনুভূতি।