অলস হয়ে যে জন ঘুমোয়
সেই জন ই তো পিছিয়ে পরে,
জানেনা মেঘ কেমন করে
গল্পে -ছড়ায় ছন্দ গড়ে।
দ্যাখে না সে ভোরের আলোর
প্রথম রাঙা রঙের ছটা,
শোনে নাকো ভোরের পাখীর
ঘুম ভাঙানো কূজন ঘটা।
জানেনা সে প্রথম আলোয়
ঊষা কেমন ছবি আঁকে,
সে তো তখন ঘুমের ঘোরে
পিছিয়ে পড়া পথের বাকেঁ।
জানে নাকো সে কেমন করে
পদ্ম ফোটে পাঁকের মাঝে,
কেমন করে ঝাপটে ডানা
পাখীরা ফেরে নীড়ে সাঁঝে।
ফুলের বনে কেমন  করে
মৌমাছি নেয় মধু নেয় ঠোটে,
ভ্রমর-ফড়িং-প্রজাপতি
কেমন করে ফুলে জোটে।
কেমন স্রোতে বদলে ভাটা
জোয়ার হয়ে আছড়ে পড়ে ।
ইলসে গুড়ি কেমন করে
হাওয়ার তোড়ে ঝাপটে ঝরে।
কেমন করে কখন যেন
বর্ষা  সরে শরৎ আসে,
পিঠেপুলির শীত সরিয়ে
বসন্ত ফের ফিরে হাসে।
এমনি করেই পেরিয়ে ঋতু
সকল জনের বয়স বাড়ে,
অলস যে হয় পায় না সে জয়
পিছিয়ে পরে নিজেই হারে।।