কবিতা আমি তাকেই  বলবো
যা জাগিয়ে  তোলে, ঘুম ভাঙায়,
কবিতা আমি তাকেই  মানবো
যা অন্ধ গহনে ভোর রাঙায়।


কবিতা আমি তাকেই  বলি
যা হিংসে বদলায় উদারতায়,
তাকেই  কবিতা বলতে রাজি
যা হতাশ মনে জোশ জাগায়।


সেই তো কবিতা, যে কথামালা
সৃষ্টি সুরের ধূণ শোনায়,
চিরায়ত ভূলকে শুধরে
এক পঙ্ক্তিতে দাঁড় করায়।


কবিতা বৃষ্টি, কবিতা বাতাস,
কবিতা বহতা নদীর স্রোত,
মায়ের স্নেহ, সেও তো কবিতা
কবিতা ফাগুন -শ্রাবন -চোত।


ফুল ফোটানো, সেও তো কবিতা
কবিতা থামানো যুদ্ধ ভয়,
সকল বিরোধ  চূর্ণ  করে
কবিতা লেখে সবার জয়।


শব্দের পর শব্দ সাঁজিয়ে
মালা গাঁথলেই  কবিতা হয়?
বোধ হয় নয়।
কবিতা কৃষ্টি কবিতা সৃষ্টি
কবিতা খোলে রুদ্ধ দোর।
কবিতা সূর্য, পূর্ণ চন্দ্র
কবিতা জোয়ার তেজ কোটাল,
দুখের রাত্রি ঘুচিয়ে কবিতা
আনে সবারি  শুভ সকাল।