মানুষের একতাকে ভাঙতে
   যারা ধর্মের নাম করে ব্যাবহার,
চায় নাকো মানুষের জয় হোক
   ইচ্ছেটা এ প্রানের হোক হার।
তারা চায় মানুষেরা চিরকাল
   ভেদাভেদেে নিজেরাই লড়ে যাক,
জাতি ভাষা গোষ্ঠীর দ্বন্দ্বেে
   যুদ্ধটা যুগ যুগ লেগে থাক।
এরা ভাবে মানুষের একতায়
   তার পাওয়া হয়ে যাবে বন্ধ।
চায় ওরা মানুষের শুভ বোধ
    চিরদিন হয়ে থাক অন্ধ।                  
  ওরা তাই মনটাকে বিষিয়ে
      গড়ে তোলে ধ্বংসীল মন্ত্র,
  চায় ওরা পৃথিবীটা হয়ে থাক
      আলোহীন আঁধারের তন্ত্র।
ওরা চায় মানুষেরা হয়ে যাক
    সন্ত্রাসে মারনের হাতিয়ার,
বীভৎস মৃত্যুর যাতনায়
   এ জীবন হয়ে যাক ছারখার।
মানবতা শব্দকে করে খুন
   ওরা চায় নরকেতে নামাতে,
মানুষের এসো গড়ি প্রতিরোধ
  যে করেই হোক হবে থামাতে।
সংখ্যায় ওরা খুব বেশি নয়
   নয় ওরা বুদ্ধিতে বলিয়ান,
আর যাতে কেউ পথ না হারায়
   আমাদেরই হতে হবে সাবধান।
পথ ভুলে যারা গ্যাছে বিপথে
   তাদেরও নিয়ে হবে আসতে,
আলো দিয়ে পৃথিবীটা সাজাতে  
   সবাইকে হবে ভালোবাসতে।