মা বলতেন,সকাল হলো- শেখার বেলা
করিস্ নে খোকা অবহেলা।
লেখাপড়া শিখেই শোনা
জীবন টাকে গড়তে হয়।
বাবা বলতেন,- দ্বিপ্রহর কাজ করার সময়,
শ্রেষ্ঠ কিছু গড়ার সময়,
বৃথায় প্রহর যেতে দিলে
শেষে, হায় হায় করতে হয়।
এ-শ্রেষ্ঠ জনম ব্যর্থ হলে
"করতেই হবে আপশোস "
যারা আছো দ্বি প্রহরে
চেষ্টা করো উজাড় করে
জাগাও, কিছু করার জোশ।
প্রমান করো -এসেছিলে,
ভালো কাজের ব্রতী ছিলে,
হোক সেটাই পরিচয়।
সেই তো তোমার জয় গো জীবন
সেই তো প্রাণের  জয়।