ওগো রবি কবি
      তুমি নহ ছবি
            তুমি আছো মন' গগনে।


আছোফুল' বাসে
    শ্বাসে -প্রশ্বাসে
           নিয়ত নিবিড় মগনে।


আছো সুরে -গানে
       স্রোতের উজানে
                টাপুর-টুপুর ছন্দে।

তুমি শশী-রবি
     বিশ্ব গরবী
           মুক্ত সৃজনানন্দে।


আজো তব' ধূন
       করে  গুন গুন
              অজুত কন্ঠ বীনাতে।


কত কথা গান
    রচেছো মহান
          প্রাণের তা-ধিন ধিনাতে।


লেখনী  ধরাতে
        কবিতা ছড়াতে
               আছো রাতে প্রতি প্রভাতে।


বরষ হাজার
      হবে পারাপার
              তবু রবে হৃদি সভাতে।


হে প্রানের কবি
       সৃজনের রবি
                স্বর্ন আখরে তোমার নাম।


হে সাহিত্য রথী
       জ্ঞানের সারথি
               তোমারে জানাই শত প্রনাম