বিদ্যাসাগর জ্ঞানের সাগর,
   ঈশ্বর চন্দ্র নাম।
তার জন্ম মেদিনীপুরের
    বীরসিংহ গ্রাম।
স্বর-ব্যঞ্জন অ আ ক খ
  সেই মহানের সৃষ্টি,
তার কলমেই বাংলা ভাষায়
   জ্বললো আলোর কৃষ্টি।
তার পিঠেতে ছিলোনা কিন্তু
   বইয়ের হিমালয়।
বীরসিংহের সেই ঈশ্বরই
   আনলো বিশ্বে জয়।
সেই সাগরের গভীরতায়
  অথৈ জ্ঞানের জল,
অনেক বইয়ের ভারী বোঝাও
     পায় নাকো তার তল।
আমরা যেন না যায় ভূলে
    শ্রেষ্ঠ এ প্রাণ ভাষা,
এই ভাষাতেই পূর্ণ হবে
    রাত্রি ভোরের আশা।
ওগো মহান জ্ঞানের সাগর
     তোমারে প্রনাম ,
তোমারই জন্য জগতে বাংলা
     ঊর্ধ্বে রেখেছে নাম।
তাই এ হৃদয় জানাই তোমায়
    শত কোটি প্রণাম।
নেইকো সাধ্য দেব আমরা
    তোমার সৃষ্টির দাম।