যুদ্ধ  লিখবে ভোরের কাব্য   ঘোচাবে আঁধার রাত্রি,
যোদ্ধারা হবে নিবেদিত প্রাণ     দূর্গমে পথযাত্রী।
যুদ্ধ  হবেনা কেড়ে নেওয়া প্রাণ  দেবেনা সে পরাজয়
ক্ষুধিতের প্রাণে দেবে সে আহার  নিপীড়িতে বরাভয়
যুদ্ধ  হবে যুবার স্বপ্ন        হবে যুদ্ধ মানব ধর্ম
পথহারা জনে দেবে পথদিশা   সে হবে যোদ্ধা  কর্ম।
সূর্য  সতত লড়ছে যুদ্ধ      উত্তাপ আলো ছড়াতে,
একতা মন্ত্রে লড়ছে মেঘেরা  পৃথিবী সবুজে ভরাতে।
এ সহজ শিক্ষা নিয়েই আমরা   বাড়াবো বন্ধু হাত,
যুদ্ধ হবে সৃষ্টি বাদের        আনতে ভোর প্রভাত।
যুদ্ধ হবে রক্ষিতে নদী       বসুধা -বাতাস-প্রাণ,
স্নেহের পরশে সকলের হিতে
                               মোছানো বারুদ ঘ্রাণ।
অস্ত্র সজ্জা, নয় সে যুদ্ধ,   সে তো ধ্বংস, সর্বনাশ
যুদ্ধে লিখবো নতূন স্বপ্নে    প্রাণে দিতে সুখ আশ।