জানি না মানুষ, সবার প্রাণে
ফিরবে কবে বোধ,
যেদিন তোমারই সর্বনাশের
যুদ্ধ হবে রোধ।
মানুষ মেরে মানুষ তুমি
চাইছো কোন সে জয়?
অস্ত্র গড়ো হারিয়ে হারাও
কর দূঃখ ময়।
মানুষ তুমি শ্রেষ্ঠ বলো
এই কি তার প্রমাণ?
যুদ্ধ লড়ে নিত্য হারাও
মানবতার মান।
যুদ্ধ কখনও দিয়েছে কি
ক্ষুধিতের মুখে গ্রাস?
বরং মুখের আহার কেড়ে
লিখেছে সর্বনাশ।
যুদ্ধ কখনও জ্বেলেছে কি দীপ
কারো আঁধার ঘরে?
সকল স্বপ্ন নিয়েছে কেড়ে
দিয়েছে নিঃশ্ব করে।
যুদ্ধ কখনও অশ্রু মুছিয়ে
কাউকে দিয়েছে হাসি?.
দূষনে ভরেছে আকাশ বাতাস
হাহাকার রাশি রাশি।
এর পরেও কি মানুষ তোমার
আরও ধংস চাই?    
মিটবে কবে যুদ্ধ খিদে
কত পেলে হায় হায়?        
মানুষ জাগো, যুদ্ধটা হোক
সকল প্রাণের জয়,
যেই যুদ্ধ ঘুচিয়ে দেবে
জীবনের পরাজয়।
যেই যুদ্ধেে হাসবে পৃথিবী
হবে সূর্য ময়।
সেই তো প্রাণের জয় গো মানুষ
সেই তো শ্রেষ্ঠ জয়।।