অস্তিত্বের চোখ যাদের গর্তে, দৃষ্টিহীন যারা, অবিবেকী আবেগে অভিভূত যারা,
তাদের আবার মৃত্যু কীসের? সে তো মৃতই।
পৃথিবীতে আমারা যারা আছি - সবাই কিন্তু জীবিত নই; জীবন্ত হতে ইচ্ছুক যারা, তারাই জীবন্ত।
বাকিরা সব মুমূর্ষু বা মৃত। মৃতদের কাজকর্ম শয়তানি বই অন্য  কিছু নয় যেন!


এসো, বাঁচার কথা ভাবি।
আক্ষরিক-নিরক্ষর-বোকা-গুণী-ধনী-গরিব-আস্তিক-নাস্তিক
সবার কথার ভালোটুকুই নিই; কেননা ভালো একজন উপস্থাপকের বড় অভাব!
ভালো যে দেখে নি, সে কি ভালোর বক্তা হতে পারে!


ভালোকে যে না বোঝে, ভালোকে সে মন্দ বানিয়েই বলবে।
সুতরাং,  সে-ভালো থেকেও সাবধান।
আমার কথারও ভালোটুকু নিয়ো; তা-ই ভালো।