জন্ম আমার রাস্তায় হলো
মা যে আমার পাগলি বেটি,
হাড়ভাঙা শীত পেটজ্বলা গীত!
কী পাপ করছে এ ছেলেটি?


জন্মাবধি হা-ভাত নিয়ে
ধুকে ধুকে বাঁচ্‌ছি আমি
শীতের কালে পাটের বস্তা
পরেই কাটাই দিবস-যামী!


ওরা খাচ্ছে পিঠাপুলি
শীতের নতুন জামা পরে,
চামড়া আমার ধুলোয় ফাটা
রাস্তায় থাকি কেন পড়ে?