আমার মধ্যে অশেষ আমি
কোন আমিটা আমি?
অভ্যাস-কণায় সূক্ষ্মরূপে
রয় যে দিবস-যামী;
সেই আমিটা আমি হয়ে
চালায় আমাকে,
বৃত্তি বেহুশ ভাবসংক্রামক
লোক পড়েছে ফাঁকে।
আমায় দেখতে আমিবীক্ষণ
একটা যন্ত্র চাই,
স্বভাবসম্পদ দেখার উপায়
এই ছাড়া যে নাই!


তোমার চেয়ে শ্রেষ্ঠ যেজন
তাঁকে দেখতে পারো,
সবার চেয়ে শ্রেষ্ঠ পেলে
তাঁর আদর্শে গড়ো,
সেই আমিটা তুমি হয়ে
মহাআমি হও,
মহাআমির নীতি সকল
লোকের কাছে কও!