আকাশের দিকে দ্যাখো তাকিয়ে এখন
বিকালের গোধূলিতে রাঙা রং ভাসে।
ওটা কেন হয় জানো? প্রকৃতি-ধরণ
কত বৈচিত্র্যের; শোকতাপে জল আসে
আমি অন্তরীক্ষমুখে শুনেছি সেদিন
সূর্যেকে বিদায় দিতে  এই শোক-বীণ!


বেদনার রাঙাবুক অসীম আকাশ
সুনীল সোহাগ ভেঙে শোকের প্রকাশ!
আমি জেনে গেছি খুব, আঁধারের কোলে
আমাকে রাখবে; তাই আবিরের ঝোলে
গগন-ধমনী ছেঁড়া রক্তের বিস্তার,
সূর্যবিদায়ের শোকে প্রাণের নিস্তার!


আমাদের মাঝে আছে এক প্রাণ সূর্য
অস্তিত্বের প্রাণজল এক নাম "বীর্য"
ডুবে যায় ডুবে যায়  পশ্চিমের বুকে!
আয়ুকাল রাঙা হবে স্রষ্টা তা-ই টুকে।
তবুও যাদের আত্মঘাতী কামটানে
সূর্যহারা হয়ে যায় প্রাণে প্রাণে প্রাণে!
তাদের জীবন নভঃ আবিরের রঙে
আঁধার দেখেছে তাই কাঁদে শোক ঢঙে।


সুনীল আকাশ হব এসো সাথী হবে-
অস্তিত্বের জ্যোতি সব সূর্য-বীর্য রবে।