আষাঢ়ের পুকুরে অদেখা ভূ-নিম্ন জল ভেসে ওঠে
ঋতুর বৈচিত্র্যে গরমের অমোঘ আবেশে;
ভেসে যায় পুকুরের পাড় আষাঢ়জলে
পাড়ের ঘাসেরা গা-ভেজা হয়ে লেপ্টে পড়ে মাটিতে!


এই প্রবল গরমের আহ্বায়ক এক
ঊর্ধ্ববোঁটার যমজ কদম, যে বোঁটার শুভ্র আঠা
পুকুরজলে মিশে যায় ঈশ্বরলীলায়


আমি, তুমি ও সে পুকুরের
তলদেশ থেকে
ভেসে উঠলাম আকস্মিকভাবে!
আমাদের দেখে খুশির জোয়ার এলো,
পাড় হতে লাফ দিয়ে সমতলে আসি ;
ভুলে যাই কেন
সেই আদিম সরোবর!