অস্তিত্বের গাঢ় শুভ্র কালি
নিয়ে জড় তুলি হাতে ধরে সুতাজড়া ক্যানভাসে
যারা পাপ-ছবি আঁকে খালি,
তারা কোনো শিল্পী নয়, তারা সর্বনাশে-


মা-র ছবি ভুলে মার খায় বারবার,
মানুষ নয় যে ওরা পশুজাত সার!


ওই ক্যানভাস
তলে ছিল মনে পড়ে আমার নিবাস...
এক ফোঁটা লাল আর শাদা কালি দিয়ে
ঈশ্বরের হাতে আঁকা ; ভাবছ তা নিয়ে?