মৃত্যুরা আজ জেগে আছে শকুন-চোখে
'বঙ্গভূমি' মৃত্যুর হবে কবে?
বঙ্গদেহের মাংস অস্তি তদ্দিন খাবে;
রূপক-বিরোধ যদ্দিন মনে রবে।


ভাষামূর্তি গোশত-মাংস জল-পানি সব,
রূপের বিরোধ ভাষ্কর্যটা গুড়ো;
বঙ্গজাতির জনক যেদিন মনু-আব্রাহাম,
জাতির পিতা হবেন সেদিন বুড়ো;


গান-কাব্য আর শিল্প যত দেখছ বঙ্গে-
থাকবে না'ক বঙ্গদেহখানি;
সেদিন আমার কাব্য খুঁজে দেখবে ঠিক
বঙ্গপ্রসূ শিশুচোখের ছানি।