লোভনীয় খাবারে- একটুতেই স্বাদ;
খুব বেশি  যায় না'ক খাওয়া।
খেলে জেনো রুচি হবে বরবাদ-
যাবে না আর স্বাদ পাওয়া!


অতি মিলনে থাকে মলিন চাহিদা
চোখ ঘেঁষা যা- সব দৃষ্টিহীন;
দেখার বিজ্ঞানেও তাই লাগে দূরত্ব,
মাত্রাময় মিল তাল গীতালির ঋণ।


লোভনীয় খাবার জেনো
সবসময়ের খাবার নয়,
সব রুচিতে এমন নীতি-
যার রয়েছে,  নেইকো ভয়।