স্বাধীনতা নয় রে কিন্তু স্বৈরাচারী ভাব,
'ইচ্ছা খুশি কু-চলনে' রাখাই ভালো চাপ।
নারীবাদের নামে যারা পুরুষচলন চায়,
নারীধারায় চলবে কারা নারীর ভূমিকায়?
কবি কিন্তু নারীবাদী মা-বাদীও বটে,
ভুল বুঝে কেউ ওলটপালট না উঠুক ভাই চটে।
চোখটি মেলে দেখুন চেয়ে বোনটির জিন্সটি পরা,
হাঁটুর ওপর বেজায় ছেঁড়া কণ্ঠও বেশ চড়া।
এতেও খুব হলে ভালো করতাম সমর্থন,
নারী জেনো মায়ের জাতি লজ্জা নারীর ভূষণ।


নারীবাদ তো 'নারীত্ব' হয় পুরুষতুল্য কেন?
'শালীন পোশাক' বঙ্গনারীর  সভ্য শোভা যেন।