"দেহিস্‌কানে বরই হইছে-
হাঁট না, বিলু, পহিরপাড়;
কয় থোক্কা তুই ছিঁড়বিআনে!
হাঁট না রে ভাই একটাবার!"

হাঁটছে বিলু হাঁটছে মিলু
দু'জন  মিলে আজ,
খুবই ছোট কাঁচাবরই
তাই কি ছেঁড়া কাজ!
অনেকগুলো বরই পেড়ে
যেই দিয়েছে হাঁটা,
যোগেনবাবুর বউ এসেছে
হাতে লম্বা ঝাঁটা!
কার কাছে সে শুনছে নাকি
বিলুরা বরই পাড়ে,
অমনি বুড়ি দৌড়ে এলো
কে-বা থামায় কারে!


বলছে বুড়ি, এই যে, পোলা!
বরই পাড়োস্ ক্যান?
হাপের নাল্ বরই-তে, তোর
আহোন ই ঘ্যানঘ্যান!
এই গাছটা কি হাপুর হাইড্‌গা
আইছে বলো, পোলা?
তোমার বাপে লাগাইলে পর,
ভোইর্‌গো তোমার ঝোলা!


বুড়ির গালি খেয়ে বিলু
অমনি দিল কেঁদে,
এমন সব হরদমই ঘটে
রাখুন ছড়ায় বেঁধে।