প্রকৃতিবিরুদ্ধ কত কদর্যপিপাসু... হীন লোক
প্রকৃতির সঙ্গে ন্যায়হীন সুখে মশগুল!
ওরা জ্ঞানহীন পুরুষবাঘের মতো সন্তানকে
মেরে খায় জিভ-লালসায়!


মা-ভাব বিহীন ওই নারীর স্বৈরিতা:
পাপপুরুষের মতো পুত্রভুক পাপাচার


কোনো জাতি যদি ডুবে যায়-
দেখো, মাতৃদ্রোহী ছিল বহুকাল তারা;
মাটিতে গভীর শ্রদ্ধা নেই যার কোনোদিন
তারা তো শেকড়কাটা সেই বনসাই'র মতো।
নারীতে মা-বোধ নেই যার কোনোদিন -
বটের মতন হবে না সে, আহা বনসাই-মোহ তার!


বঙ্গজাতি সেইদিন জাগবে আবার;
বঙ্গবাসী  যেইদিন সত্যি মাতৃশ্রদ্ধাশীল হবে,
হবে জেনো হাসিমুখ বঙ্গমাটিমা'র।