আত্ম-অবিশ্বাস মানে-  ঘুমচোখা বাস্তবতা
আলোক-বিমুখ সুখ ঘুমে বশীভূত
ঘুম মানে-  দৃষ্টিহীন জীবনের শব
তুমি আমি প্রেমহীন-  কানাচোখা মনে
নির্মল দৃষ্টিকে জেনো চাক্ষুষ ঈশ্বর


অপরাধ থেকে চোখ অবশ্য সরাও,
অপরাধী থাক্ চোখে যাজনিক স্নেহে।


দেশসুখ-দশসুখ-নিজসুখধারা,
চোখে থাক নিরন্তর; না'য় সুখহারা।
চোখের লালন চাই বিবেকের হাতে,
তুমি-আমি মহাপাপী দৃষ্টিপিচুটিতে।