সাত সকালে দু'টি কুকুর করছে বলাবলি,
"মানুষ কত ধর্মপ্রাণ আমরা কেমন চলি!"
একটি কুকুর গা-টা ঝেড়ে  লেজ নাড়িয়ে বলে,
"চল্ তো বন্ধু যাবো আজকে  ধর্মসভা তলে,
শুনব ওদের পাক বাণী সব ধন্য হব তাই,
কুকুর বলে একটুও কি পুণ্যের মোহ নাই!
আমাদেরও ইচ্ছে জাগে এই পৃথিবীর জন্যে,
এমন কিছু করে যাবো কেউ হবেনা বন্যে। "


সন্ধ্যেবেলা কুকুর দু'টো গোসল সেরে নিয়ে
পৌঁছে গেল লে লে ঢংয়ে  ধর্মতলা গিয়ে,
দুই কুকুরে ভক্তিভরে শুনছে ধর্মবাণী
মানুষগুলো করছে আলাপ বহুতত্ত্ব টানি।
বলছে মানুষ, "ধর্মগৃহে কেউ এখানে ভাই,
নাপাক হয়ে চলছি না তাই প্রভুগীতি গাই।
বিশ্বে আমরা বড়ই শুদ্ধ আতর মাখবো গায়,
নাপাক স্বভাব দূর করব আমরা দৃপ্ত পায়।"


ধর্মসভা শেষ হলো যেই বের হচ্ছে সব লোক
এ কি রে ভাই! ধর্মগৃহের মধ্যে থেকেই জুতো খোঁজার ঝোঁক!
একটি জুতোয় গু লাগানো কুকুর পেলে টের
বলছে কুকুর,  "চল্ রে, বন্ধু, প্রসাদ আমাদের!"
কুকুর দুটো শুঁকছে খুবই জুতোর গন্ধটানে
দিচ্ছে লাথি মানুষেরা মারবে কি আজ জানে!


কুকুর দুটো বলছে কেঁদে, "পবিত্রতার শিক্ষা এই-
জুতোয় মেখে গুয়ের ঘ্রাণ পবিত্রতা শেখাবেই?"