পাতিহাঁসের বুক থেকে ঝরে পড়ে বঙ্কিম পশম-
ভেসে চলে দেখো তা-ই জাহাজ ভঙ্গিমায়!
ঝরেপড়া কতকিছু অম্লান সুন্দর!
দুঃখের মাঝেও তাই প্রচ্ছন্ন সুপথ।


সকল দিকেই যার সুনির্মল চোখ,
ছায়াহীন ভূমি তার কৃষিকলাধ্যান;
'আমি কে?'-এর মাঝে বিপুল বিবেক,
তুমি আমি একই লোক মনভেদ শুধু।


ঘরের খাডালে কত পীপিলিকার ঘর!
আপন ক'জন  ঘরে, ক'জন বলো পর?