বয়স একটা বড়ো সম্মান,
কম হলেই যে মানের টান;
টানাটানির হিসেব কষে
বলে, আচ্ছা, দূরে যান!


হিসেবে কষে আপন করে
ভুল পাহাড়ের অমোঘ চূড়ে,
আপনবোধে দুঃখহরা
বলে, যান তো- অনেক দূরে!


বেহিসেবি ভালোবাসা
মা ছাড়া আর কেউ দিবে না!
বাজেট সবার হিসেবী প্রেম
মিল-অমিল তাই দেখছি রে তা!


দিবা-রাত্রি পৃথক বটে
গোধূলিতে মিল জানি,
আকাশ-পাতাল তফাৎ সেরা
দিগন্ততে মিল টানি।
অনেক খাবার খাচ্ছ রোজই
পুষ্টি ছাড়া নিচ্ছো কি?
হিসেব শেষের দূরত্বটা
হয়তো ব্যাটার কর্মের ফি!