পৃথিবীতে কোটি কেটি পৃথিবী রয়েছে :
আমার-তোমার-তার, আর,
সবার পৃথিবী খুব আলাদা আলাদা;
অথচ একটা বিশ্ব ভেবে পড়ে আছে
ওই মূর্খ বিজ্ঞানীরা!


একটি বালিকা ওই অদূরে দাঁড়ানো;


আমরা ক'জন এই বসে আছি।
একজন দেখছিল, ও কেমন সেজেছে,
একজন গাঢ় মনোযোগে দেখছিল, ওর শারীরিক উপাদান,
একজনে দেখছিল  ওর সু-হাসির শোভা
ছিঃ ছিঃ একজনে দেখামাত্র বিশ্রী স্বপ্নে মগ্ন আহা!


এমনি করেই সব একেক পৃথিবী নিয়ে আছে;
যত জন,  তত বিশ্ব না কি?
আমি ডাক দিই, এসো এক পৃথিবীতে থাকি-
যেখানে সবার সভ্য মানব-চেহারা
যেখানে রয়েছে চির-অস্তিবৃদ্ধিবাদ
ওরা কেউ রাজি না রে-
ওদের পৃথিবী সত্যি আলাদা আলাদা...