তোমার তখন অন্য রকম চেহারা
কচি লাউয়ের মতো কোমল গালের সেই হালকা লোমশ
রূপটুকু আর সেই আবির রঙের লালচে ঠোঁটের মনকাড়া
কিশোরবেলার এক স্বভাব ক্রমশ
আমায় ফাগ্লুনী করত যে নিরন্তর!
বুঝে নাও তুমি আজো আমার  অন্তর!
কবিতায় কত ফাগুনের কারুকাজ
আমি সেই কবিতায় নেই কেন আজ?


আমি  ফাগুনের বেশে দেখো থাকছি জনমভর
অন্তরে শীতল এক ঋতুর আঁচড়!