হেমন্তটা ডেকে দেখায়
ঘরের কোণের শিউলি-তলে,
নরম ঘাসের চিকণ আগায়
শিশির কণায় হীরক জ্বলে;


হালকা শীতল মিষ্টি বাতাস
কামিনী ফুলের গন্ধমাখা,
গন্ধরাজের ছন্দ নিয়ে
ছাতিম গাছের দিকে তাকা;


আমলকি আর চাল্‌তা-আচার
জিভের  জলে পাতলা লালা,
কামরাঙা তার হলুদ শোভায়
লোভ জাগিয়ে খাবার পালা।


হেমন্তটা প্রিয় আমার
থাকিস্ বড় মাস দুয়েক,
বছর ঘুরে একবার কেন-
থাক্ না রে ভাই বছর শতেক!