চীরধারী চিরদিন পথে ভাত খুঁজে,
আদাড় ভিতর দেখে আহারের দাগ-
এসে দ্যাখে- ভাগ নেয় কুকুরেরা বুঝে;
আকাশে খোদার দিকে ছুঁড়ে মারে রাগ:
আমি আজ "জন্মদোষ" জানিবার চাই 
জন্মান্তরবাদের তো কোনো তথ্য নাই।


আঁধার সাগরে খুঁজি গো কাঁধার আমি,
বলো, কোন পাপে জন্মাবধি দুঃখকামী?
কোন পাপে আজ গায়ে ধুলোর আতর?
রাজপুত্র কোন পুণ্যে সুখে সুখান্তর?
জন্মান্তরবাদকে এ ছেলে ঘৃণা করে,
আসিনি কেন ও রাজবস্ত্রে রাজঘরে?