আমাদের এই ঘরগুলো ঘনকের মতো
ছয় তল আট মাত্রা ঘনবস্তু সব
আমারও যে ছয়টি তল ছাড়া  কিছু নেই দেখো :
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য


ঘনকাকার সবকিছুর আট মাত্রা জানি-
মানুষের সে অষ্টপাশ কাটা কি সহজ?
ত্রিকোণ আর বৃত্তে কী গভীর মনোযোগ!
লম্ব আর কোণ আঁকে মনের অজান্তে!
ত্রিভুজ কি লম্ব এঁকে মাজাঘষা কালি
জ্যামিতিক অংকন আজও সূক্ষ্ম শিল্পকলা
কজনে আঁকতে জানে  শিক্ষকের মতো
বিশ্বনাথ স্যার তাই জগতের গুরু।


কম্পাসে দু'বাহু থেকে বৃত্তের অংকন
তোমার দু'হাতে এ কী বৃত্তি বৃত্তকাজ?
ত্রিভূবন যদি জানো ত্রিনাথের লীলা
শুদ্ধ সত্য কাব্য এই মনে রেখো তুমি:
মানুষেরা সমকোণে দাঁড়াবে সেদিন
সোজা হয়ে বলে যদি, আমি সেই আমি...