মস্তিষ্কটা তপ্ত যখন,
অশান্ত এই মন ;
'মনটা খারাপ' বলি যাকে,
ঠিক তখন একজন-
অন্তর মাঝে জেগে ওঠে,
মুখে কত কাব্য ফোটে,
তা সব আমি লিখছি নোটে;
পড়ুন কিছুক্ষণ :
"জীবন যেন ইটের ভাটা
দুঃখের কালো  উড়ছে ধোঁয়া
ভাবনা-ইট হয় মনের ছাঁচে
বৃত্তির টাকা কার না ছোঁয়া?"


এই চার লাইন যেই লেখা হলো
অমনি সেজন কোথায় গেল
তা খুঁজতে আজ কবি ছোটে...
হঠাৎ সেজন এসে
অন্তর মাঝে বসে
বলে, চার লাইন থাকুন পাঠক ঠোঁটে।