কায়িক সৌন্দর্যে যার চোখেরা ধ্যানস্থ, হৃদয়ে অপ্রেম  আর উশৃংখল স্নায়ু,মরে যাবে ওরা আজ হারিয়েছে আয়ু, ওরা মরে যাবে... ওরা মস্তিষ্কে পরাস্ত!
শিরায়, উপশিরায় কামের কীর্তন ভালোবাসাহারা এ কী ভালোবাসা ঢং! কায়াভুক আয়ুভুক সাকার অর্চনা, নিরাকার শুভপ্রেমে এসে গেছে গ্লানি!
পরস্বহরণে আজ নেই কোনো মানা! যত পারো তত করো আত্মমানহানি!


পৃথিবীর বুকব্যথা আমার মতন, কাঁদে আর ভয়ে বলে, "মৃত্যুটা কখন! আমি আজ রুদ্ধশ্বাস তোমাদের তাপে, ভ্যাম্পায়ার হয়ে গেছ স্নায়ুসুখপাপে!"


পৃথিবীতে আজ মাতৃভাব প্রয়োজন;
ক্ষুধার্তের ঠিক অন্নমতো, মা-ভাব বাদে এ জাতি... যখন-তখন পাপমুখী হচ্ছে , দ্যাখো , কত শত!