কলমি! গালে যে দেখি কালো তিল, শোনো,
এসো ধরে দেখিদিকি; আমার যে বড়ো
ভালো লাগে সখী, তুমি জানো তা কখনো!
ওই চোখে শুধু কেন  চুল চেপে ধরো!
চুলের আড়ালে কী যেন লুকাচ্ছ সত্যি
তোমাকে নিয়েই দূরবিলে কালো জলে
ডুব দিয়ে দিয়ে ভালোবাসব একরত্তি।
বসে থেকো শালুকের সে লতানো ডালে।


মাথা তোলো, এই যে কলমিফুল, তুমি!
তোমাকেই বলি ; আমি যে তোমার শুধু।
তোমারে যে দেবো আজ মধু-রাত-চুমি,
লাজুক-রাঙা গো তুমি  দেবে সাদামধু!