রঙিন পোশাকে কামার্ত চোখে মদ্যপ আছো যারা,
কীসের পূজারী? কেমন হিন্দু? অসুর জাতক তারা।
চারিদিকে আজ পাশবিক নাচ নারীর গতরে চোখ,
মনের গভীরে পাপজ স্বভাব হয়েছে মায়ের ভোগ!
কোথাও কোথাও পুজো'ই হচ্ছে, কোথাও কামের খেলা!
থাম রে,থামা রে ডিজে ডিজে নাচ, এসব পাপের ভেলা।
ভক্তি অনড় নারীতে মা-বোধ জাগিয়ে তোল রে ভাই,
দেবীর পুজোয় কামের চলন আর না দেখতে পাই।
অসুর হনন করবেন দেবী তোরাই অসুর হোস্ নে,
পুজোর পোশাকে ডাইনী-পিশাচি-অশ্লীল কে-বা খোঁজ নে।
মায়ের চলন জাগুক ধরায় সতীর সুনাম নিয়ে,
কামাসুরদের করবি রে বধ ওই চলনটা দিয়ে।