আমরা সেদিন ক'জন মিলে পুতুল বিয়ে খেলছি,
ফিক্‌ফিকিয়ে হাসতে সবাই রাঙা মাদুর মেলছি।
জিতু বলে, শোন্‌রে ভাই, পুতুল বিয়ে খেলব না,
রিমি বলে, ঠিকই জিতু তোরা সবাই দূরে যা।


এখন জিতু যাবে না আর তাই ধরছে আড়ি,
জিতু বলে, নিষেধ পেলে তাই যে করেই ছাড়ি।
ক্ষণিক বাদে  দেখছি জিতু নাকটি টিপে বলে,
কোথা থেকে গন্ধ এল, এমন হলে চলে?


কে ছেড়েছে হাওয়াই গুলি সত্যিটা কেউ জানি?
না বলিস তো হাগুর সময় পাবি না সে পানি!
হঠাৎ করে জিতু আবার উঠল খুবই হেসে,
বুঝতে বাকি রইল না আর জিতু গেল ফেঁসে।


জিতুরে সব ছেলেরা মিলে দিলাম ক'টা কিল
তবুও শালা হাসছে রে দ্যাখ্ খিল্‌খিলাখিল্ খিল্।