অন্তর-গভীরে সে তো পেয়েছি তোমারে,
কত কথা বলো আমি কান পেতে শুনি।
কত কাব্য কত ছড়া কত না আকারে,
বলে চলো নিরবধি কে গো তুমি গুণী!
তোমার আমার কত ভালো বাসাবাসি,
কেউ জানবে কি বলো, ওগো অন্তর্বাসী!


বলে দাও আরো, আমি অবুঝ অকৃতি,
তোমার বলায় পাই কবির স্বীকৃতি।