কৃষকের ঘামে দেখো ফসলের ঘ্রাণ
মাটিরও ঘ্রাণ থাকে শ্যামলা গতরে
মাটিমায়ামাখা এই সরল মানুষ--
আমার বাবাও এক কৃষিকৃষ্টিপালী।


স্বভাবগ্রন্থতে থাকে পেশা'র প্রচ্ছদ,
শহুরে ধনিক  সে তো কাব্যিক কপট,
সরল স্বভাব খুব সবুজে স্বাপ্নিক
সোনার বাংলার এই মেটে কৃষকেরা।


ফসল ফলাচ্ছে যারা কেমন মানুষ:
গোপাল-করিম-যিশু কৃষক যেমন;
হালচাষ, ছাগ কিংবা মেষের পালন-
মানুষপালক হলো যুগকৃষকেরা।