আসন্ন কুয়াশাঘেরা নতুন প্রকৃতি
নিজেকে গুটিয়ে রেখে হ্রস্বদৃষ্টি চোখ!


কম্বলের তলে থেকে তাপের সাধন;
কুয়াশার ঢাকনায় দেখা যায় লোক?
ঈষৎ তমসা জানি কর্ম-অন্তরায়;
কৃষকের চাষবাসে নীরব পতন!


জনজীবনের ঋতু কুয়াশার মুখে
প্রচেতা-প্রভাত ছাড়া থরথরি ভয়!
কে আছে  জাগাবে বলো অনুকূল রোদ?
কম্বল গতরে জেনো কৃষিদুর্বলতা।