"হায়না দলে গায়ের বলে,
সোনার এ দেশ চুষছে আশেষ!
আর কত কাল শোষণ বহাল?"
এমন ভাবায়, বজ্র থাবায়
আগুন রাগে বঙ্গ জাগে।
পাক পশু সব- অগ্নি উৎসব,
হত্যাকাণ্ডে লণ্ডভণ্ডে,
মাতল যখন হলো পতন।


স্বর্গ এল; বঙ্গ পেল :
স্বাধীন এ দেশ, 'লাল-সবুজ বেশ!'