ওর ঘরখানি ছিল ঠিক  মন-বাজারের কোণে
সে কী হইচই আর কত কেনাকাটা!
ও সব সময় - সব শোনে আর শোনে...
যেখানে ও যায়, তাকে বলব 'আঘাটা' :
শুষ্ক ঘাসে ঢাকা - লাল টুকটুকে জলন্ত আগুণ;
ও সেখানে দেয় ওর সেই একখণ্ড লৌহদণ্ড;


খা খা আগুনের তাপ বেড়েছে দ্বিগুণ -
লৌহদণ্ড নিমেষেই জল হয়ে যায়!


কবি বলে, মনবাজারে নয় রে, এ-বোধবাজারে ফিরে আয়,
ভাই, ফিরে আয়!