শ্যামবাবু তার মেসে থেকে চাচ্ছেন কবি হতে,
লিখবে ভেবে যেই বসেছে, লিখবে রে কোন্ মতে!
রুমের ভেতর  রুমমেট তার গান চালিয়ে দিল,
গানের আওয়াজ, লেখার রেওয়াজ দ্বন্দ্ব-তে আঁটিল!


শ্যামবাবু খুব মনোযোগে লেখার চেষ্টা করে,
মনোযোগ ভাই  দিক্ না যতই বিরক্তি কি সরে!
মাথার পাশে যদি এমন হই-চই করে কেউ,
এ তো ধ্যানীঋষির  পাশে কুকুরের ডাক 'ঘেউ'!


শ্যামবাবু সেই মেসে থেকেই যাচ্ছেন লিখে আজও,
লেখার সঙ্গে চলছে যে তার  পড়াশোনার কাজও।