দুর্গাজাতি ওঠ্‌রে জেগে
দশ দিকে দশ হাত বাড়িয়ে,
অসুর যে আজ তীব্রবেগে
পাপ-পথে যায় জ্ঞান হারিয়ে!


কামের রিপু কর্ রে দমন
মাতৃসত্তার আলোর খেলে,
নয় তো অসুর করবে এমন
জগৎ যাবে অস্তাচলে।


জাগ্ রে নারী স্ব-চরিত্রে
রোখ্ রে ধরার জীবক্ষয়,
অসুর জাতির সৎ-লালনে
জাগবে জানিস মানবতায়।


তোরাই দুর্গা, মহাশক্তি,
মাতৃদ্যুতির আলোড়নে-
অসুর জাতির দে রে মুক্তি
মাতৃবোধের ওই কিরণে।