মনোরঞ্জন বাবু
সমাজের নানান কলহপ্রসঙ্গে
নানারকম কথা বলে চলছেন—
মনোরঞ্জন বাবু বলছেন, “সমাজের এখন বেতাল অবস্থা,
কেউ কারো কথা শোনে না, কী করি যে!”


এক অশ্রুত পরিচয়ের কবি।
কবি বললেন,
“তালজাতীয় গাছেরা সব একমাথাঅলা।”


একটি কথা বলেই কবি চুপ রইলেন, অন্যদিকে তাকিয়ে।
মনোরঞ্জন বাবুও চুপ, ভাবছেন,  কবি কী বললেন!


মনোরঞ্জন বাবু আবার বিড়বিড় করে বলতে লাগলেন—
জানেন, কত যে সমস্যায় পড়ি-
আমার বাড়ির পাশের একটা লোকই শুধু আমার দলে,
লোকটি বলেছে,  “তোর ভাই ভালো না, তুই ই ভালো,  তোর ভাইকে তাড়িয়ে দে তো—”


কবি বললেন—
“তেলকে জ্বালানিও বলে।”


অতঃপর কবি চলে গেলেন তাঁর নিজকর্মে।