▪️স্মরণ


তোমরা যারা যুদ্ধে গেলে
রক্ত দিলে যারা,
তোমরা যারা শত্রু জ্বেলে
হয়েছ প্রাণহারা;
অনাদিকাল রইবে বেঁচে দেশে;
দেশ বাঁচালে দশকে ভালোবেসে;
আমরা যদি যাই বা ভুলে
তোমাদের সে কর্ম,
অমানুষ সে পশুর কুলে,
জারজ তার মর্ম।


▪️গুণী


বাংলাদেশটি গড়তে সেদিন
গেল কত প্রাণ!
নারীর অযুত সম্ভ্রম ত্যাগে
এলো স্বাধীন-ঘ্রাণ।


ছোট্ট শিশু মায়ের বুকের
দুগ্ধগ্রহণ কালে,
পাকসেনারা মায়ের সামনে
প্রাণটি নেয় অকালে!


সেদিনের সেই ভয়ের কথা
বড়দের মুখে শুনি-
নির্ভীক সেনা মুক্তিযোদ্ধা,
তাঁরাই পরম গুণী।


▪️সবুজ বাংলার রক্তিম ছড়া


সবুজ বাংলা রক্তিম হলো
রক্তস্রোত নদীর জলে,
বাতাসে সেই মড়ার গন্ধ,
গন্ধে যেন অন্তর  জ্বলে!


মায়ের বুকের সন্তান নিয়ে
আছড়ে মারে সম্মুখে,
কুরআন পাঠের ইমাম মারে,
হিন্দু মারে খুব রুখে!


পাকিস্তানের পাশবিকতা
যায় কি ভোলা কোনো দিন?
মা-বোনদের ওই নির্যাতন আর
শোধ হবে না  মুক্তির ঋণ।