পৌষভোরে মা আমার প্রচ্ছন্ন চিন্তনে,
বিনতী প্রার্থনা এই মানবকুসুমে
বিবেকের রেণু হয়ে আসুক শ্যামল;
রসুই ঘরের আগে সুনির্মল স্নান
বাসন মাজায় দেখি সদাচার শোভা!
শঙ্খচুড়িধ্বনি যেন  আনন্দ পায়েস
পিতৃমূর্তি যেন তার সুকল্যাণ ব্রতে!


কবিতাকীর্তন জেনো রক্তের সুবাস
আমেনার পুত্র তাই মাভক্ত রসুল
তুই ছাড়া কোনোদিন কিছু চাই আমি?
জঠরের ঋণ তোর আকাশ সমান...


বেঁচে থাক তুই মাগো অনন্ত সকাল,
আমার যে নববর্ষ- তোর হাসিমুখ।