স্রোতমনষ্কতা মানে নদীনাড়িসাড়া
জেলের মতন আর কে জানে বুনন!
মা-ও এক নদীমতো স্রোতস্বিনী নারী
নারী আর নদী দেয় চলনের স্রোত
নদীবক্ষে ভেসে থাকে মাঝির নৌকা-রা
নদীতে ভাসতে লাগে নিশ্ছিদ্র তরণী


নৌকা-রা এসব জানে বিধির বিধানে:
'ছিদ্রপথে জলোত্থান ডুবন্ত চলন
নদীতে মা-বোধ এক নিশ্ছিদ্র আদর্শ
নারীতে মা-বোধ তাই জাতির তরণী।'