অজ্ঞানতায় চক্ষু কানা রূপ দেখে যে ভিন্ন ভাবে,
নূরের কথা জ্যোতির কথা একই সাথে মুছে যাবে।
হাতের প্রদীপ কাত হয়ে যায় জ্ঞানের প্রদীপ জ্বাল,
নূর উপাসক জ্ঞানের পূজক ধর্ রে কর্ম তাল।
আলোর পথের পথিক সবাই অন্ধ জনে না পায় টের,
ধর্ম নিয়ে হানছে আঘাত অজ্ঞানতা চল্লিশ সের!
আয় রে সবাই জ্ঞানের পথে অমূর্ত বিবেক আহ্বানে,
বিবেক-ইঙ্গিত হোক রে ভক্তি নয় তো সবাই মরব প্রাণে।