ধারণার অভিভূতি নিয়ে দাঁড়িয়ে থাকাটা
হতে পারে সে-ও মৃত বৃক্ষ,
গজিয়ে ওঠার চাই ধরণ-ধারণ
অস্তিত্বের যা-ই চিরসাক্ষ্য;
কবি বলে, যাচ্ছে লেখা পাঠাকের সাথে অবিচার
'বেঁচে থাকা' 'বেড়ে ওঠা' চাই কবিতার।