বিধাননগর যেইখানেতে
উলটোডাঙা ওইখানেই;
স্বদেশরেখা অতিক্রমে দেখো।
ভগবানের যেইটিই পথ
শয়তানেরও একই মত;
মনের পথে বিবেক যেমন রেখো।
খাদ্যদ্রব্যের একই থলি
পুষ্টি-রেচন দুইটি পথ,
ভূত বা ভগবানের রাস্তায়
দুই নামে ঠিক একই রথ।


দুইয়ের মধ্যে একের প্রকাশ
দুনিয়া তাই নাম,
পাপ বা পুণ্য এক মনেই
বিবেক পুণ্যধাম।